ENDING VIDEO OF THE WORLD -03 পৃথিবীতে শেষ দিনের ভিডিও_০৩


পৃথিবীতে শেষ দিনের ভিডিও_০৩

লিখেছেন: সহিদুল ইসলাম | তারিখ: ০৯/১২/২০১৪
এই লেখাটি ইতিমধ্যে 481বার পড়া হয়েছে।
পূর্ব প্রকাশের পর,
সুখের কথা কথা অনুভব করতে করতে বীনার চোখে সুখের অশ্রু ঝরে, মনের অগোচরেই গাইতে থাকে___
এতো সুখ সইবো কেমন করে
বুঝি কান্নাই লেখা ছিল ভাগ্যে আমার
সুখেও কান্না পায় দুচোখ ভরে।।
দুখের স্রোতে ভাসা ফুল
কোনদিন পায় না তো কূল।
আমি বুঝিবা পথের ভুলে
এলাম নতুন কূলে।
এ পথ আবার দূরে যাবে কী সরে।।
স্বপ্নের মত মনে হয়
হারাবার তাই এতো ভয়।
তুবু যেটুকু পেলাম আমি
প্রানের চেয়েও দামি।
চোখের জলে সবই যাবে কী ঝরে।।
( নোটঃ গানটিরশিল্পীঃ নিলুফার ইয়াসমিন, সুরকারঃ খন্দকার নূরুল আলম,গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান)
সুখের বন্যায় ভাসতে থাকে হৃদয়-বীনার সংসার। হটাৎ একদিন করে বীণার মাথাব্যথা হয়। সামান্য মাথাব্যথা, তাই বীণা বেশী গুরুত্ব দিলনা। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় ডাক্তারের কাছে যেতে হল। ডাক্তার সামান্য কিছু ঔষধ দিলেন এবং বল্লেন, তেমন কোন সমস্যা নয়। এই ঔষধগুলি খেলেই ভালো হয়ে যাবেন।
হৃদয়ের চিন্তা যেন বীনার চেয়ে একটু বেশী। ডাক্তারকে বল্লেন, ডাক্তার সাহেব তেমন কোন সমস্যা নয় তো?
ডাক্তার- আপনি এতো চিন্তা করছেন কেন? এতো সামান্য সমস্যা, অনেক বড় সমস্যা নিয়েও তো মানুষ আসে, তাঁরা তো এত ঘাবড়ায় না। একটি বিষয় মনে রাখবেন, যিনি রোগ নিয়েছেন তিনিই নিরাময় করবেন, আমরা শুধু অছিলা।
ঔষধের কোর্স সম্পন্ন করা হল কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে তো না ই, বরঞ্চ আরও বাড়ছে। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রেফার করলেন। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হল। রেজাল্ট, বিধির লিখনে যা ছিল তাই। হৃদয়-বীনাকে নির্মম সত্য কথা শুনতে হল।
নির্মম সত্য কথা শুনে একে-অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ওগো বিধি এইকি রেখেছিলে ভাগ্যে। হৃদয়, বীণাকে বলছে, আমি যদি তোমাকে হারাই, তাহলে কি নিয়ে বাঁচবো আমি। আমার বেঁচে থেকেই বা কি লাভ? বীণা কষ্ট বুকের মধ্যে চেপে রেখে, যেন মনে কোন দুঃখ নেই, হৃদয়কে বলছে, হৃদয় তুমি এতো চিন্তা করো না তো। এই দেখো আমি এখন অনেক সুস্থ। তুমি দেইখো আমি সুস্থ হয়ে যাবো। জীবন-মরণ সবি তো আল্লাহ্‌র হাতে।
চলবে…
নোটঃ সুপ্রিয় পাঠক, সহযোদ্ধা লেখক ভাইদের আমার শ্রদ্ধা এবং সালাম, গল্প লেখায় আমি একেবারে নতুন, তাই আপনাদের কোন পরামর্শ থাকলে আমাকে জানিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন। গল্পটি একটু বড় বিধায় কয়েকটি পর্বে পোষ্ট করবো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section