মূর্ছনা (সহিদীয়া সঙ্গীত_০১)


কতযে তোমাকে বেসেছিলাম ভালো,
একদিন তুমি তা জানবে,
সেদিন হয়তো বুঝবে তুমি, বিক্ষত মন আমার
তুমি হীনা, সয়ে গেছে কত যন্ত্রণা।
আমার এ গান তুমি শুনবে, হয়তোবা শুনবেনা,
তবুও আমি গেয়ে যাবো, যতোই করো তুমি ভর্ত্সনা।

একদিন হয়ত বুঝবে, ছিলাম আমি যে কে তোমার,
সেদিন তুমি সিক্ত আঁখি আঁচলে মুছবে বারেবার।
পাষাণে বাঁধিও বুক, আঁচলে ঢেকো না মুখ,
এই তো আছি আমি, হৃদয় ছুঁয়ে তুমি দেখ না!
আমার এ গান তুমি শুনবে, হয়তোবা শুনবেনা,
তবুও আমি গেয়ে যাবো, যতোই করো তুমি ভর্ত্সনা।

ফুল ফুটে ঝরে যায় এইতো রীতি,
পড়লে আমায় মনে, শুনিও এই গীতি,
ফেলনা কভু তুমি আঁখি জল, শক্ত করিও মনোবল,
সান্ত্বনা খুঁজে নিও তুমি, শুনে আমার সুরের মূর্ছনা।
আমার এ গান তুমি শুনবে, হয়তোবা শুনবেনা,
তবুও আমি গেয়ে যাবো, যতোই করো তুমি ভর্ত্সনা।

যদি গো কখনো দেখা হয় ওপারে,
সেদিন দেখিও মোরে, আছি হৃদয় জুড়ে।
তোমায় বরণ করতে, আছি হৃদয় পেতে,
সেদিন পূর্ণ হবে হয়তো, রিক্ত মনেরই বাসনা
আমার এ গান তুমি শুনবে, হয়তোবা শুনবেনা,
তবুও আমি গেয়ে যাবো, যতোই করো তুমি ভর্ত্সনা।

মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section